মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯, ০১:৪৬:৩৬

টাইগারদের ঐতিহাসিক জয়ে এরশাদের অভিনন্দন

টাইগারদের ঐতিহাসিক জয়ে এরশাদের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ে জয় পেল টাইগাররা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ৩২২ রানের পাহাড় ডিঙিয়ে জয় পেল বাংলাদেশ। এর আগে গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের রেকর্ড তাড়া করে জয় পেয়েছিল মাশরাফিরা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। সোমবার রাতে এক অভিনন্দন বার্তায় তিনি ক্রিকেট বোর্ড, ক্রিকেট কোচসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। 

অভিনন্দন বার্তায় হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭ উইকেটের বিশাল জয়, এক অসাধারণ অর্জন। আমাদের দামাল ছেলেরা এখন যেকোনো দলের বিরুদ্ধেই জয়ী হতে সক্ষম। তিনি আশা প্রকাশ করেন, জয়ের এই ধারাবাহিকতা বিশ্বকাপ ক্রিকেটের আগামী ম্যাচগুলোতেও অব্যাহত থাকবে।

এছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের অবিস্মরণীয় জয়ে অনুরূপ অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি, সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এমপি এবং পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অসাধারণ ক্রিকেট নৈপুণ্যে বাংলাদেশ দলের বিজয়ে জাতীয় ক্রিকেট দলের সকল সদস্য ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে