মঙ্গলবার, ০৯ জুলাই, ২০১৯, ১২:৩৮:২৫

এবারো ৪৯০ রিয়ালে কোরবানী করতেন পারবেন হাজীরা

এবারো ৪৯০ রিয়ালে কোরবানী করতেন পারবেন হাজীরা

নিউজ ডেস্ক: চলতি বছর হজে ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) এর কোরবানী প্রকল্পের আওতায় ৪৯০ সৌদি রিয়াল দিয়ে পশু কোরবানী করতে পারবেন হাজীরা। স্থানীয় ব্যাংকে ৪৯০ রিয়াল জমা দিয়ে একটি টোকেন সংগ্রহ করতে হবে।

অতীতের বছরগুলোতেও সৌদি সরকার কর্তৃক স্বীকৃত একক সংস্থা জেদ্দার ইসলামী উন্নয়ন ব্যাংক তাদের কোরবারি প্রজেক্টের মাধ্যমে কোরবানিতে হাজীদের সহায়তা করে আসছে এই সংস্থাটি।

সৌদি আদাহী অফিস মক্কার বরাত দিয়ে বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সেলর (হজ) মুহাম্মদ মাকসুদুর রহমান এক চিঠিতে হজযাত্রীরা যেন দালালের খপ্পরে পড়ে অবৈধ উপায়ে কোরবানির পশুর দাম পরিশোধ না করেন সে বিষয়ে সচেতন করার প্রতি গুরুত্বারোপ করেছেন।

৪ জুলাই থেকে শুরু হয়েছে চলতি বছরের হজ ফ্লাইট চলবে ৫ আগস্ট পর্যন্ত। এছাড়া হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে