মঙ্গলবার, ০৯ জুলাই, ২০১৯, ০৮:৩৫:৪৩

কিছু ওসি-ডিসি নিজেদের জমিদার মনে করেন : হাইকোর্ট

কিছু ওসি-ডিসি নিজেদের জমিদার মনে করেন : হাইকোর্ট

নিউজ ডেস্ক : মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে হাইকোর্টের বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার তা খারিজ করে দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। 

অন্যদিকে ওসি মোয়াজ্জেমের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আহসান উল্লাহ ও সালমা সুলতানা। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার বাদী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন আইনজীবী মো. আব্বাস উদ্দিন। 

এ সময় জামিন শুনানিতে আদালত বলেন, ওসি মোয়াজ্জেম নুসরাতকে যে অবান্তর প্রশ্ন করেছিলেন তা বলার মতো বিষয় নয়। তাকে পুলিশ হেফাজতে রাখলে সে মারা যেত না। কিন্তু তা না করে ভিডিও করে মজা নিয়েছেন। তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেননি। অভিযোগ নেয়ার পর তিনি যদি প্রটেকশন দিতেন তাহলে এ ঘটনা নাও ঘটতে পারত।

হাইকোর্ট আরও বলেন, ‘কিছু কিছু ওসি ও ডিসি রয়েছেন যারা নিজেদের জমিদার মনে করেন। মনে হয় তারাই অল ইন অল।’

শুনানির শুরুতে আইনজীবী মো. আহসান উল্লাহ আদালতে বলেন, বাদী অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি সোশ্যাল মিডিয়াতে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে ফেসবুকে লাইভ দেন। যেহেতু অধ্যক্ষ কক্ষে নিয়ে ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং ওসি নিয়ম বহির্ভূতভাবে নুসরাতের ভিডিও করেন এবং সময় টিভির বরাত দিয়ে (ভাইরাল হওয়া ভিডিওর কনভারসেশন) করা হয়েছিল। পরে শিক্ষার্থীরা মুখোশ পরে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেয় এবং কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যা করে। তদন্তে সেসব তথ্যসহ তিনটি বিষয় উঠে এসেছে।

ওসি মোয়াজ্জেমের আইনজীবী আরও বলেন, তিনি (ওসি মোয়াজ্জেম) ভিডিও করলেও তা তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেননি। সজল নামে এক সাংবাদিক ওই ভিডিও ছড়িয়েছেন। তখন আদালত বলেন, সাংবাদিকরা বিষয়টি আগে জানলে নুসরাতের এমন মৃত্যু নাও হতে পারত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে