রবিবার, ১৪ জুলাই, ২০১৯, ০৩:৫২:৪৮

‘এরশাদই আমার জীবনের শ্রেষ্ঠ প্রেমিক’

‘এরশাদই আমার জীবনের শ্রেষ্ঠ প্রেমিক’

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাথে বিদিশা ইসলামের প্রথম দেখা হয় ১৯৯৮ সালের ১৪ জুলাই। সেদিন ছিল ফ্রান্সের জাতীয় দিবস। ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসায় ডিনার পার্টিতে গিয়েছিলেন বিদিশা। এরশাদের সাথে সে সময় ফ্রান্সের রাষ্ট্রদূত র‌্যানে পরিচয় করিয়ে দেন বিদিশাকে। সেটাই ছিল তাদের প্রথম দেখা ও পরিচয়।

বিদিশার সাথে যেদিন প্রথম দেখা হয় সেদিনটি ছিল ১৪ জুলাই। আর এরশাদ মারা গেলেনও ১৪ জুলাই। বিদিশার সঙ্গে এরশাদের দ্বিতীয়বার দেখা হয় ঢাকার ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বাড়ির ডিনারে। সেদিন এরশাদ নিজেই ফোন নম্বর চেয়ে নেন। তারপর এরশাদ প্রতিদিন ভোরে ফোন করতেন এরশাদকে। সাবেক রাষ্ট্রপতি এরশাদের সাথে বিদিশার যখন পরিচয় হয়, তখন বিদিশা ছিলেন বিবাহিতা। তার স্বামী ছিল। সন্তানও ছিলে। তবে সেটা থাকলেও এরশাদের সঙ্গে সম্পর্ক গভীর হয়। এক পর্যায়ে প্রথম স্বামী পিটার উইসনের সাথে বিচ্ছেদও ঘটে। তারপর গোপনে এরশাদের সাথে বিদিশার বিয়ে হয় লন্ডনে।

নিজের বিয়ের বিষয়ে বিদিশা এরশাদ তার আলোচিত বই ‘শত্রুর সাথে বসবাস’ এ লিখেছেন, ‘আমার স্বামী ভাগ্যটা এমনই যে, দু’বার বিয়ে করেছি। কিন্তু যে দু’বারই এমন ব্যক্তিকে বিয়ে করেছি, যাকে শুরুতে আঙ্কেল ডেকেছি। বিষয়গুলো এখন চিন্তা করতে বিস্ময়কর লাগলেও তখন কিন্তু সে রকম কিছু মনে হয়নি।’ প্রথম স্বামী পিটার উইসনের সঙ্গে বিদিশার বয়সের গ্যাপ ছিল ১৪ বছর। পিটারের বয়স ২৮। আর বিদিশার বয়স ছিল তখন ১৪ বছর।

বিদিশার সাথে এরশাদের পরিচয়ে পর এরশাদ নিজেকে প্রেসিডেন্ট বলেই পরিচয় দিতেন। যদিও তিনি ছিলেন সাবেক প্রেসিডেন্ট। সে কারণেই পরিচয়ের প্রথম দিনেই বিদিশা সাবেক প্রেসিডেন্ট এরশাদকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি নিজেকে প্রেসিডেন্ট পরিচয় দেন কেন? আপনিতো আর প্রেসিডেন্ট নন। তবে এরশাদ বলেছিলেন, ‘ওয়ান্স এ প্রেসিডেন্ট অলওয়েজ প্রেসিডেন্ট’।

বিদিশা তার বইয়ে সাবেক প্রেসিডেন্ট এরশাদের শারীরিক বর্ণনা দিয়েছেন এভাবে, ‘লম্বা একহারা গড়নের বয়স্ক লোক। কত হবে বয়স? ৫০-ও হতে পারে। আবার ৭০-ও হতে পারে। তবে প্রথম দর্শনেই মনে হলো নিজেকে নিয়ে খুবই সচেতন তিনি। এই সচেতনতা নিজের শরীর নিয়ে যেমন, তেমনি পোশাক নিয়েও। বেশ দামি পোশাক, জুতা, ঘড়ি ছিল তার পরনে।’

বিদিশা এরশাদের বিষয়ে লিখেছেন, ‘উনি মিষ্টি মিষ্টি কথা বলতেন। প্রশংসা করতেন আমার পোশাকের। আমার রুচির। আমার বুদ্ধিমত্তার। আমার খুশি দেখে বিরক্ত হতো আমার বন্ধুরা। এরশাদের কথার মধ্যে, শব্দ চয়নে, শব্দ উচ্চারণে, প্রসঙ্গ নির্বাচনে এক ধরনের আভিজাত্যের ছাপ থাকতো। শুনতে আমার ভালো লাগতো।’

বিদিশার একটি ফ্যাশন হাউজ ছিল। সেটি ছিল গুলশানে। তার নাম ইজবেল হাউস। সাবেক প্রেসিডেন্ট এরশাদ এক সকালে ইজবেল ফ্যাশন হাউসে মিষ্টি নিয়ে হাজির হয়েছিলেন। এরশাদের বিষয়ে বিদিশা লিখেছেন, ‘আমার জীবনে নতুন পুরুষ। একজন সংবেদনশীল মানুষ। বৃদ্ধ কিন্তু সক্ষম। জীবনে প্রথম ভালোবাসা পেলাম। এক সময় মনে হলো -আই অ্যাম ইন লাভ উইথ এরশাদ। আমি এরশাদের প্রেমে পড়ে গেছি।’

বিদিশার সাথে এরশাদের প্রথমে বিয়ে হয় লন্ডনে। তবে সে বিয়ের কোনো আনুষ্ঠানিকতা ছিল না। পরে ২০০২ সালের ২৭ মার্চ আনুষ্ঠানিকভাবে এরশাদ-বিদিশার বিয়ে হয়। বিয়ের কয়েক বছরের মাথায় বিচ্ছেদও হয়। এমনকি এরশাদ বিদিশার বিরুদ্ধে চুরির মামলাও দিয়েছিলেন। তবে এরশাদের মৃত্যুর শেষ দিন পর্যন্তও বিদিশা তাকে ভুলতে পারেননি। বিদিশা সাবেক প্রেসিডেন্ট এরশাদের বিষয়ে মন্তব্য করেছিলেন ‘এরশাদই আমার জীবনের শ্রেষ্ঠ প্রেমিক’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে