মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯, ০৯:২৩:২৫

নোবেল পুরস্কার অর্জনের সুযোগ করে দিয়েছিলেন এরশাদ : ড. ইউনূস

নোবেল পুরস্কার অর্জনের সুযোগ করে দিয়েছিলেন এরশাদ : ড. ইউনূস

নিউজ ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মুহাম্মদ ড. ইউনূস।

রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো এক শোকবার্তায় প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় এরশাদের সমর্থনের কথা স্মরণ করেন। 

তিনি বলেছেন, গ্রামীণ ব্যাংক সৃষ্টি করে বাংলাদেশের জন্য নোবেল অর্জনের সুযোগ করে দিয়েছিলেন এরশাদ। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তার আত্মার মাগফিরাত কামনা করছি।’ 

ইউনূস বলেন, ‘গরিব মানুষের জন্য একটা ব্যাংক সৃষ্টি করার প্রস্তাব আমি অর্থমন্ত্রীর মাধ্যমে তার (হুসেইন মুহম্মদ এরশাদ) নিকট পেশ করি। অর্থমন্ত্রীর জোরালো সমর্থনে তিনি এই প্রস্তাব গ্রহণ করেন এবং আমার প্রস্তাব অনুসারে একটি আইন প্রণয়ন করে ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক সৃষ্টি করেন। তার এই সাহসী সিদ্ধান্ত না নিলে পৃথিবীর ইতিহাসে এই অনন্য ব্যাংকটির জন্ম হতো না।’

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট এরশাদ গ্রামীণ ব্যাংক নামক একটি অনন্য ব্যাংক তৈরি করার জন্য আইন তৈরি করে দিয়েছেন এবং তাকে নিজস্ব শক্তিতে চলার জন্য তিনি সে আইন সংশোধন করে দিয়ে গেছেন। গ্রামীণ ব্যাংক সৃষ্টি করে বাংলাদেশের জন্য নোবেল পুরস্কার অর্জনের সুযোগ সৃষ্টি করার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে