শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯, ০২:৪৪:০৯

মিন্নির পক্ষে লড়তে হাইকোর্ট ও জজকোর্টের ৪০ সদস্যের আইনজীবী টিম যাচ্ছেন বরগুনায়

   মিন্নির পক্ষে লড়তে হাইকোর্ট ও জজকোর্টের ৪০ সদস্যের আইনজীবী টিম যাচ্ছেন বরগুনায়

নিউজ ডেস্ক : বরগুনার আলোচিত রিফাত শরীফ হ.ত্যা মামলার এক নম্বর সাক্ষী ও তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি এখন ওই মামলায় গ্রেপ্তার হয়ে পাঁচ দিনের রি.মান্ডে আছেন। আগামী ২৩ জুলাই তাঁর রি.মান্ড শেষ হলে বরগুনা মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হবে। ওই দিন মিন্নির পক্ষে ওসি মোয়াজ্জেমের আইনজীবী ফারুক আহম্মেদসহ ঢাকা আইনজীবী সমিতির কয়েকজন আইনজীবী ঢাকা থেকে বরগুনা আদালতে শুনানির জন্য যাবেন।

আজ বৃহস্পতিবার ওই তথ্য জানিয়েছেন আইনজীবী ফারুক আহম্মেদ। ফারুক বলেন, ‘দুপুরে আইনজীবী সমিতির নির্বাহী সদস্য ইব্রাহিম খলিল মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সাথে ফোনে যোগাযোগ করেন। তখন মিন্নির বাবা আইনজীবী নিয়োগের জন্য অনুরোধ করেন। সে অনুরোধের পরে আমরা হাইকোর্ট ও জজকোর্ট মিলিয়ে ৪০ সদস্যের আইনজীবী টিম যাব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে