বুধবার, ২৪ জুলাই, ২০১৯, ০৩:০৪:১২

শিশুরা নিশ্চিন্তে পদ্মা সেতু ঘুরে আসো : আইজিপি

শিশুরা নিশ্চিন্তে পদ্মা সেতু ঘুরে আসো : আইজিপি

নিউজ ডেস্ক : পদ্মা সেতুর নির্মাণ কাজে শিশুদের মাথা লাগবে। এটি স্রেফ গুজব। তোমরা নিশ্চিন্তে পদ্মা সেতুর স্থাপনা, নির্মাণ কাজ ঘুরে আসো। বুধবার পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আইজিপি বলেন, পদ্মা সেতু দেশের অন্যতম বৃহৎ স্থাপনা, যা দেশি-বিদেশি শ্রমিকরা দিনের আলোতে নির্মাণ করছে। ইতোমধ্যে এই সেতুর ৭২ শতাংশ কাজ শেষ হয়েছে। যে কেউ কাজগুলো দেখে আসতে পারে, ঘুরে আসতে পারে।

শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের বাড়িগুলো যেমন ইট-সিমেন্ট দিয়ে তৈরি, একইভাবে পদ্মা সেতুও ইট-সিমেন্টে দিয়ে বানানো হচ্ছে। তোমরা যে কোনো সময়ে এগুলো দেখে আসতে পারো। পদ্মা সেতু নিয়ে কেউ তোমাদের বাজে কথা বললে ভয় পাবে না। কাউকে সন্দেহ হলে যে কারও মোবাইল নিয়ে '৯৯৯' (জরুরি সেবা) ফোন দিয়ে কথা বলবে। এতে কোন টাকাও খরচ হবে না।

দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি পুলিশ যেকোনো প্রয়োজনে আপনাদের সঙ্গে থাকবে। আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে