মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯, ০৯:২৮:৩৮

'১ জোড়া জুতার দাম ৩ হাজার টাকা, আর ১টা চামড়ার দাম ৩শ' টাকা'!

'১ জোড়া জুতার দাম ৩ হাজার টাকা, আর ১টা চামড়ার দাম ৩শ' টাকা'!

নিউজ ডেস্ক : বরাবরের মতো এবারও বন্দরনগরী চট্টগ্রামে মধ্যস্বত্ত্বভোগীরা মৌসুমী চামড়া ব্যবসায়ীদের কৌশলে কয়েক ঘন্টা অপেক্ষায় রেখে ১০ থেকে ১৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে কেনা ৪শ টাকার চামড়া আড়ৎদারদের কাছে বিক্রি করা হয়েছে ৬শ থেকে ৭শ টাকা দরে।

ঢাকা থেকে নির্ধারণ করে দেয়া দর অনুযায়ী ২০ বর্গফুটের একটি চামড়ার দাম হওয়ার কথা ৬০০ টাকা। তাও আবার লবণ মিশ্রিত চামড়া। লাভের আশায় মৌসুমী ব্যবসায়ীরা বাসা-বাড়ি থেকে চামড়া কিনেছেন ৩শ থেকে ৪শ টাকা দরে। কিন্তু মধ্যস্বত্ত্বভোগীদের কাছে বিক্রি করতে গিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়েন তারা।

মৌসুমী ব্যবসায়ীরা বলেন, 'মাল যদি ৭০ হাজার টাকার কেনা থাকে সেখানে ৫০ হাজার টাকাও থাকবে না। মানুষ পাড়া মহল্লায় গিয়ে চামড়া কিনছে, তার অর্ধেক দামেও বিক্রি হচ্ছে না।'  আড়ৎদাররা সরাসরি চামড়া না কেনায় মধ্যস্বত্ত্বভোগীরা পরিবহনের সুযোগকে কাজে লাগিয়ে দাম কমাতে ঘন্টার পর ঘন্টা রাস্তার দু'পাশে হাজার হাজার পিস চামড়া নিয়ে বসে থাকতে বাধ্য করে মৌসুমী ব্যবসায়ীদের।

তারা বলেন, 'ওরা এখন মাল কিনছে না। হয়তো ৪শ' টাকা হলে কিনবে। আর আমাদের কেনা পড়ছে ৫শ' টাকা। এক জোড়া জুতার দাম পরে ৩ হাজার টাকা আর একটা চামড়ার দাম ৩শ' টাকা।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে