বুধবার, ১৪ আগস্ট, ২০১৯, ০১:২৪:০২

চামড়ার দাম কমানো ব্যবসায়ীদের কারসাজি: বাণিজ্যমন্ত্রী

চামড়ার দাম কমানো ব্যবসায়ীদের কারসাজি: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : আজ বুধবার (১৪ আগস্ট) সকালে রংপুর নগরীর শালবন এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, কোরবানির পশুর চামড়ার দাম একেবারে কমে যাওয়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ঈদের আগে মালিক ও চামড়া ব্যবসায়ীদের নিয়ে সভা করে আমরা চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করলাম ঈদের দিন দাম এমন কমে আসলো যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এ কারণে আমরা কাঁচা চামড়া রফতানি করার সিদ্ধান্ত নিয়েছি।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ব্যবসায়ীরা বলছেন এটা করলে তারা ক্ষতিগ্রস্ত হবে আজ তারা নিজেরা সভা ডেকেছেন দেখি কী সিদ্ধান্ত নেন এরপর আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো। তবে কোনোভাবেই চামড়া শিল্পকে আমরা ধ্বংস করতে দিতে পারি না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে