শনিবার, ১৭ আগস্ট, ২০১৯, ০১:১৪:১৬

আগুনের ভয়াবহতা দেখে বৃষ্টির জন্য দোয়া পড়ছেন স্থানীয়রা

আগুনের ভয়াবহতা দেখে বৃষ্টির জন্য দোয়া পড়ছেন স্থানীয়রা

নিউজ ডেস্ক : ‘আল্লাহ তুমি বৃষ্টি দাও, রহম কর’, ‘আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই’। রাজধানী মিরপুরের ৭ নম্বরে আরামবাগের ঝিলপাড় বস্তির পূর্বপাশে দাঁড়িয়ে এই কামনাই করছেন স্থানীয়রা।

ঝিলপাড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনায় উৎসুক জনতার চোখে মুখে বিরাজ করছে আ'তঙ্ক। তাদেরকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছেম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শুক্রবার (১৬ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে সরেজমিনে দেখা যায়, ঝিলপাড় বস্তির আকাশে আগুনের কুণ্ডলী লাল আভা ছড়িয়ে দিচ্ছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ।দূর থেকে সে দৃশ্য দেখছে হাজার হাজার উৎসুক জনতা। তাদের নিয়ন্ত্রণে পু্লিশ বাঁশিতে ফু দিচ্ছে, ক্ষেত্র বিশেষে ‘লাঠি চার্জ’ করছে।

সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম বলেন, ‘মানুষ নিয়ন্ত্রণ করাটা চ্যালেঞ্জ এখন’।

জানা গেছে, শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে এ বস্তিতে আগুন লাগে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে