রবিবার, ১৮ আগস্ট, ২০১৯, ০৭:২০:৪৯

ব্যারিস্টার মওদুদ একটা শ'য়তা'ন : কৃষিমন্ত্রী

ব্যারিস্টার মওদুদ একটা শ'য়তা'ন : কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক : আইনমন্ত্রী থাকার পরও ব্যারিস্টার মওদুদ বঙ্গবন্ধু হ'ত্যার বিচার করেননি। মওদুদ একটা শ'য়তা'ন। ব্যারিস্টার মওদুদরা আদর্শিক শ'য়তা'ন। এসব শ'য়তা'নের কারণে দেশ বারবার পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রবিবার কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী। দেশে দুটি ধারা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘একটি স্বাধীনতার পক্ষের ধারা। অপরটি স্বাধীনতার বিরোধীদের ধারা।’

এ সময় তিনি ড. রাজ্জাক বলেন, ‘সঠিক ইতিহাস জানা দরকার। সঠিক ইতিহাস না জানলে জাতি বিভ্রান্ত হয়। ১৯৯৬ পর্যন্ত একটানা সামরিক শাসকদের দ্বারা দেশ পরিচালিত হয়েছে। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই তারা ৭৫ এর খু'নি ও ৭১ এর পরাজিত শক্তির স্বার্থ বাস্তবায়ন করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হ'ত্যা'র সঙ্গে সরাসরি জড়িত।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে