বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯, ০৩:৪৯:১০

সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

নিউজ ডেস্ক : সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। মাছ ধরার প্রতিটি ট্রলার ইলিশে বোঝাই হয়ে সাগর থেকে ফিরে আসছে চট্টগ্রাম ফিশারি ঘাটে। আর প্রতিদিন সকালে ঘাটে অবতরণ হওয়ার পর রীতিমত ইলিশের পাহাড় জমছে। কিন্তু খুচরা বাজারে এই ইলিশের দাম এখনো সাধারণের নাগালের বাইরে।

এক কেজি ওজনের ইলিশ মাছ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার টাকা থেকে ১ হাজার ১শ’ টাকায়। ৪০০/৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজিও ৫শ’ থেকে ৬শ’ টাকা। আড়াইশ থেকে ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩শ’ টাকা কেজি দরে।

চট্টগ্রাম নগরীর ফিসারি ঘাট, কাট্টলী, আনন্দবাজারসহ কয়েকটি ইলিশ অবতরণ কেন্দ্র ঘুরে জানা গেছে, জেলেরা সমুদ্র থেকে প্রচুর পরিমাণে ইলিশ শিকার করে আনছেন। কিন্তু তারা এই ইলিশের উপযুক্ত দাম না পাচ্ছেন না। অন্যদিকে খুচরা বাজারে সাধারণ ক্রেতাকে বেশি দামে ইলিশ কিনতে হচ্ছে। জেলেদের কাছ থেকে ইলিশ কিনে নেয়ার পর মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী চক্র বড় অঙ্কের মুনাফা হাতিয়ে নিচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে