মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:০৩:৩৯

মাটির ধরনের কারণে রাস্তা তৈরিতে চীন-ভারতের চেয়ে বেশি খরচ: ওবায়দুল কাদের

মাটির ধরনের কারণে রাস্তা তৈরিতে চীন-ভারতের চেয়ে বেশি খরচ: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : প্রতিবেশি দেশগুলোর তুলনায় বাংলাদেশে সড়ক নির্মাণে বেশি খরচের ব্যাখ্যা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মাটির ধরনের কারণে ভারত এবং চীনের তুলনায় বাংলাদেশের সড়ক নির্মাণের ব্যয় বেশি।

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। রুমিন ফারহান বলেন, ভারত ও চীনের তুলনায় আমাদের দেশে সড়ক নির্মাণের খরচ বেশি। বেশি খরচের পরও এই রাস্তা টেকসই হচ্ছে না। জনগণের ভোগান্তি লাঘবে এক্ষেত্রে সরকার কী পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “চীন ও ভারতের সয়েল কন্ডিশন আর আমাদের সয়েল কন্ডিশন আলাদা। এটা আপনাকে বুঝতে হবে। নির্মাণ ব্যয় তুলনা করার আগে বিষয়টি বিবেচনায় নিতে হবে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে