বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ০১:১৮:৩৫

স্বর্ণজয়ী রোমান সানার অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

স্বর্ণজয়ী রোমান সানার অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং (স্টেজ-৩) আরচারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী আরচার রোমান সানার অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে ডেকে নিয়ে রোমান সানাকে বরণ করেছেন প্রধানমন্ত্রী। তখন বঙ্গবন্ধু কন্যা রোমানের মায়ের অসুস্থতার খবর শুনে তার চিকিৎসার দায়িত্ব নেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী রোমান সানার সঙ্গে অনেকক্ষণ কথা বলেন এবং তার পরিবারের খোঁজখবর নেন। রোমান কিভাবে আরচার হলেন, লেখাপড়া কোথায় করেছেন- এমন অনেক খোঁজখবরই নিয়েছেন তিনি।

গণভবন থেকে বেরিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী রোমান সানার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন। তিনি রোমানের আরচার হওয়া, তার লেখাপড়া এবং পরিবারের গল্প শুনেছেন। আগামীতে ভালো ফলাফল করতে হলে কি কি সুযোগ-সুবিধা প্রয়োজন তা জানতে চেয়েছেন। রোমানের মা অসুস্থ জানার পর বিস্তারিত খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকায় এনে কোন হাসপাতালে চিকিৎসা করালে ভালো হবে সে উপদেশও দিয়েছেন তিনি।’

রোমান সানা আগামী বছর জাপানের টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। সেখানে রোমান সানার ভালো কিছু করার সম্ভাবনার কথাও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন আরচারি ফেডারেশন কর্মকর্তারা। ক্রীড়া প্রতিমন্ত্রী আরো জানান, ‘প্রধানমন্ত্রী রোমান সানাকে আর্থিক পুরস্কারও দেবেন। তখনই প্রধানমন্ত্রী তার পিএসকে বলেছেন রোমান সানার জন্য একটা চেক তৈরি করতে।’

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেয়ে রোমান সানা আনন্দে কথাই বলতে পারছিলেন না, ‘এই অনুভুতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার স্বপ্ন পূরণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমার হৃদরোগে আক্রান্ত মায়ের চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা আমাকে আগামীতে আরো ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে