বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯, ০৬:৪৫:১৪

অপরাধ করে কেউ ছাড় পাবে না : গণপূর্তমন্ত্রী

অপরাধ করে কেউ ছাড় পাবে না : গণপূর্তমন্ত্রী

নিউজ ডেস্ক: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। তাকে শা'স্তি পেতেই হবে। আজ বৃহস্পতিবার তিনি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) আয়োজিত বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বুয়েটের ঘটনায় দোষীদের গ্রেফতার করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হয়েছে। অথচ অতীতে এ ধরনের অনেক ঘটনার বিচার হয়নি। 

কেডিএ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মন্ত্রী আরও বলেন, খুলনার উন্নয়নে কেডিএ, কেসিসিসহ অন্যান্য দপ্তরের আরও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সমন্বিত উদ্যোগের অভাবে খুলনার উন্নয়ন সময়ের সাথে এগোয়নি। কেডিএ সেবামূলক প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। ব্যবসায়িক মনোভাব নিয়ে সেবাদান সম্ভব নয়। 
দুর্নীতি দূর করতে চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের সেবক হয়ে মানুষকে হয়'রানির অভিযোগ কেউ আর শুনতে চায় না। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে