বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯, ১০:০১:১৪

বাংলাদেশের মেধাবী ছাত্রদের স'ন্ত্রাসী বানিয়েছিলেন জিয়াউর রহমান: হাছান মাহমুদ

বাংলাদেশের মেধাবী ছাত্রদের স'ন্ত্রাসী বানিয়েছিলেন জিয়াউর রহমান: হাছান মাহমুদ

নিউজ ডেস্ক : আজ ১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, জিয়াউর রহমান শিক্ষাঙ্গনে নৈ'রাজ্য তৈরি করেছিলেন বলে মন্তব্য করেন।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেভেন মা'র্ডারের পর শফিউল আলম প্রধানসহ আরও অনেকের শাস্তি হয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর শফিউল আলম প্রধানকে ক্ষমা করে দিয়েছিলেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হ'ত্যাকা'ণ্ড হয়েছিল, অপরাধীকে জিয়াউর রহমান ক্ষমা করে দিয়েছিলেন। পরে তাদের অনেককে মুক্ত করে দিয়ে ছাত্রদল গঠন করেছেন জিয়াউর রহমান। আর বাংলাদেশের মেধাবী ছাত্রদের বানিয়েছিলেন স'ন্ত্রাসী। জিয়াউর রহমান, এরশাদ যখন ক্ষমতায় ছিলেন, তখন শিক্ষাঙ্গনে নৈ'রাজ্য, সেশন জট স্বাভাবিক ঘটনা ছিল।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বুয়েটের ন্য'ক্কারজনক ঘটনা ঘটার পরপরই কেউ দাবি তোলার আগে যারা প্রাথমিকভাবে জড়িত মনে হয়েছে, তাদের প্রায় সবাইকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রলীগ তাদের বহিষ্কার করেছে। বুয়েটে যখন সনি হ'ত্যাকা'ণ্ড ঘটে, বিএনপি কোনও ব্যবস্থা নেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রদের করুণ মৃ'ত্যু ঘটে, তখন কি বিএনপি ব্যবস্থা নিয়েছিল? নেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেজন্য সরকার বদ্ধপরিকর।’

এ সময় আবরার হ'ত্যাকা'ণ্ড নিয়ে বিদেশি মিশনগুলোর উদ্বেগের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘আমরা আমাদের উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানাই। তারা দীর্ঘদিন ধরে আমাদের উন্নয়নে কাজ করছেন। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপানসহ সব উন্নয়ন সহযোগীকে আমরা ধন্যবাদ জানাই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে