শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯, ০৮:১২:৪৯

পিতৃতুল্য হিসেবে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন বুয়েট উপাচার্য

পিতৃতুল্য হিসেবে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন বুয়েট উপাচার্য

নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হ'ত্যার পর কিছু কিছু ক্ষেত্রে নিজের ঘাটতি রয়েছে উল্লেখ্য করে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।

শুক্রবার বিকালে বুয়েট অডিটোরিয়ামে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠককালে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।

উপাচার্য বলেন, আবরার ফাহাদ খু'নের পর কিছু কাজ করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমার ঘাটতি ছিল। পিতৃতুল্য হিসেবে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি।

বিকাল সাড়ে ৫টার দিকে এই বৈঠক শুরু হয়। এর আগে বিকাল ৫টার দিকে বুয়েটের অডিটরিয়ামে উপস্থিত হন উপাচার্য। বৈঠক শুরুর আগে আবরার ফাহাদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, আবরারের মতো নিরীহ একজন ছাত্র নির্ম'মভাবে নিহ'ত হওয়ার পর ভিসি যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত হননি। এমনকি ক্যাম্পাসে অনুষ্ঠিত আবরারের জানাযার নামাজেও তিনি অংশগ্রহণ করেননি। ৩৮ ঘণ্টা পর তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে হাজির হন। কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে