শনিবার, ১২ অক্টোবর, ২০১৯, ০৩:২১:৫৪

আবরার হ'ত্যার দ্রুত বিচার চান ৬ মন্ত্রী

আবরার হ'ত্যার দ্রুত বিচার চান ৬ মন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হ'ত্যাকা'ণ্ডের বিচার চেয়েছেন আওয়ামী লীগ সরকারের ছয় মন্ত্রী। তারা বলেছেন দ্রুত সময়ে এ হ'ত্যাকা'ণ্ডের বিচার করা হবে।

ওবায়দুল কাদের: দলীয় অপকর্মকারীদের বিরুদ্ধে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলীয় পরিচয়ে কেউ অপকর্ম করলে কোন ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন তিনি। বললেন, আবরার হ'ত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। ৮ অক্টোবর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বুয়েট প্রশাসনের আরেকটু সতর্ক থাকার দরকার ছিলো। গতকাল শুক্রবার দুপুরে তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

আবরার হ'ত্যাকা'ণ্ড যারা সংঘটিত করেছিল এদের প্রায় সবাইকে ধরা হয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ পর্যন্ত ১৭ জনকে আটক করা হয়েছে। ইতিমধ্যে ১ জন ১৬৪ করেছে (স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন)। আমি আগেও বলেছি আজও বলছি, অত্যন্ত দ্রুততার সঙ্গে এ মামলার চার্জশিট দেয়া হবে।

আনিসুল হক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হ'ত্যা মামলা দ্রুত নিষ্পত্তির সকল ব্যবস্থা করা হবে। তিনি বলেন, এই নৃ'শংস হ'ত্যাকা'ণ্ডে যেই জড়িত থাকুক না কেন এবং তাদের পরিচয় যা-ই হোক না কেন সকলকে বিচারের আওতায় আনা হবে এবং ন্যায় বিচারের মাধ্যমে এই মামলার বিচার শেষ করা হবে। 

ডা. দীপু মনি : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হ'ত্যাকা'ণ্ডের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগে থেকে যদি শিক্ষার্থীদের ওপর অ'ত্যা'চার, নি'র্যাতন ও র্যা'গিং বন্ধ করা হতো তা হলে আবরার হ'ত্যাকা'ণ্ডের মতো ব'র্বরো'চিত ঘটনা ঘটত না। ১০ অক্টোবর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট ২০১৯’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের হ'ত্যাকা'ণ্ডের ঘটনায় আমরা ক্ষুব্ধ, লজ্জিত। একজন মেধাবীর এমন নৃ'শং'স হ'ত্যাকা'ণ্ড মেনে নেওয়া যায় না। হ'ত্যায় জড়িত হিসেবে যাদের নাম এসেছে, তাদের দ্রুত ধরা হয়েছে। অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

শ ম রেজাউল করিম : হ'ত্যাকারীরা যে লীগের হোক না কেন অপরাধ যিনি করবেন আইনের আওতায় তাকে আসতেই হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। ৮ অক্টোবর সাভারের আমিনবাজারের মধুমতি মডেল টাউন এলাকার করিম পল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে