শনিবার, ১২ অক্টোবর, ২০১৯, ০৩:৪১:৩০

দেশের ন্যায্য অধিকার আদায় করলে, একমাত্র আমিই করেছি: প্রধানমন্ত্রী

দেশের ন্যায্য অধিকার আদায় করলে, একমাত্র আমিই করেছি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : দেশের ন্যায্য অধিকার আদায় করতে হলে একমাত্র আমিই করেছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে মহিলা শ্রমিক লীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সীমান্ত এলাকার নদীর সমান অধিকার দু’দেশেরই। দেশের ন্যায্য অধিকার আদায় করতে হলে একমাত্র আমিই করেছি। তিনি বলেন, আবরার হত্যার পর আমরা সব ব্যবস্থা নিয়েছি। কারো আন্দোলনের জন্য অপেক্ষা করা হয়নি।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত ছিলেন বঙ্গবন্ধু। তিনি এ দেশের নারীদের পথ দেখিয়ে দিয়েছেন। তার দেখানো পথেই এখন দেশে সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নারীরা।’ এ সময় তিনি নারী পাচার রোধে সবাইকে সতর্ক হবার আহ্বান জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে