শনিবার, ১২ অক্টোবর, ২০১৯, ০৩:৫১:২৪

মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরা আমাদের সাহায্য করেছিল, আশ্রয় দিয়েছিল, এটা তো ভুলে যেতে পারি না: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরা আমাদের সাহায্য করেছিল, আশ্রয় দিয়েছিল, এটা তো ভুলে যেতে পারি না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি ও গ্যাস নিয়ে চুক্তিগুলোর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করছি। বিশ্বে মাথা উঁচু করে চলবো, কারও কাছে মাথা নিচু করে নয়।’

আজ ১২ অক্টোবর শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মহিলা শ্রমিক লীগের সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় ত্রিপুরার সঙ্গে ফেনী নদীর পানি বন্টন ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, ‘খাগড়াছড়ির মাটিরাঙার ভগবানটিলায় ফেনী নদীর উৎপত্তি। সেটার বেশিরভাগই সীমান্তে। ভারতের ওই অংশের মানুষের পান করার পানির অভাব।

এছাড়া বর্ডারের নদীর পানিতে দুই দেশেরই সমান অধিকার। আর এখানে তো পুরোটাই সীমান্তে। এছাড়া মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরা আমাদের সাহায্য করেছিল। আশ্রয় দিয়েছিল। এটা তো ভুলে যেতে পারি না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে