রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯, ১২:৪১:০৫

থানায় সেবা নিতে গিয়ে কেউ হয়রানির শিকার হলে ওসিদের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

থানায় সেবা নিতে গিয়ে কেউ হয়রানির শিকার হলে ওসিদের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক : কোনো থানায় সেবা নিতে গিয়ে কেউ হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার মোহাম্মদ শফিকুল ইমলাম।

গত শুক্রবার ডিএমপি হেডকোয়ার্টার্সের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পর্যায়ের শতাধিক পুলিশ সদস্যকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়।

সভায় ডিএমপি কমিশনার বলেন, অনেক থানায় ওয়ারেন্ট পৌঁছানোর পরও সেটা তামিল করা হয় না বলে অভিযোগ রয়েছে। এখন থেকে এমন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ওসিকে জবাবদিহি করতে হবে। তিনি বলেন, থানাগুলোতে সেবার মান এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাইনি, সেবার মান বাড়াতে হবে। জিডির ব্যাপারে তিনি আরো বলেন, থানাগুলোতে যে জিডি হচ্ছে এগুলোর দ্রুত তদন্ত করতে হবে। জিডি করতে গিয়ে কেউ যেন হয়রানি না হন সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে