সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯, ০৪:৩০:৩৬

বাঙালির বিশ্বজয়, অমর্ত্য-ইউনুসের পর ফের নোবেল জয়ী অভিজিৎ

বাঙালির বিশ্বজয়, অমর্ত্য-ইউনুসের পর ফের নোবেল জয়ী অভিজিৎ

নিউজ ডেস্ক : রবি ঠাকুর, অর্মত্য সেন ও ড. ইউনূসের পর নোবেল পেলেন ফের এক বাঙালি। আমেরিকায় বসবাসকারী ওই প্রবাসী বাঙালির নাম অভিজিৎ বিনায়ক ব্যানার্জী।

সোমবার তার নাম ঘোষণা করা হয় নোবেল কমিটির তরফে। তবে ২০১৯ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার মোট তিনজনকে দেওয়া হচ্ছে। অভিজিৎ ছাড়াও যৌথভাবে এই পুরস্কার পাচ্ছেন তার স্ত্রী এসথার ডুফলো ও মাইকেল ক্রেমার।

বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণের জন্য বিরল গবেষণা করার পুরস্কার পাচ্ছেন ওই তিন অর্থনীতিবিদ। ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন বাঙালি অর্থনীতিবিদ অর্মত্য সেন। তার ঠিক ২১ বছর বাদে নোবেল পুরস্কার পেলেন তাঁর অন্যতম প্রিয় ছাত্র অভিজিৎ বিনায়ক ব্যানার্জী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে