বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯, ১০:৫৭:৩৩

দুর্ঘটনার মামলায় ক্ষতিপূরণ হিসেবে সাড়ে ৪ কোটি টাকা পেলেন বিএনপি নেতা আব্দুস সালাম

দুর্ঘটনার মামলায় ক্ষতিপূরণ হিসেবে সাড়ে ৪ কোটি টাকা পেলেন বিএনপি নেতা আব্দুস সালাম

নিউজ ডেস্ক : ক্ষতিপূরণ হিসেবে ৬ লাখ ডলার (সাড়ে ৪ কোটি টাকা) পেয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম। ২০১৬ সালে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে পরিচিত এক বাংলাদেশির বাসার বেসমেন্টে প্রবেশের সময় সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান সালাম। বাম পায়ে প্রচণ্ড ব্যাথা পাওয়ায় তাকে নিকটস্থ ম্যাথডিস্ট হাসপাতালে থাকতে হয় দু’সপ্তাহ। এরপর আরও কিছুদিন চিকিৎসা নিতে হয়েছে। সেই দুর্ঘটনার জন্যে তিনি ক্ষতিপূরণের মামলা করেছিলেন ওই বাড়ির মালিকের বিরুদ্ধে। টানা ৩ বছর পর এলো এই রায়। 

এ মামলা পরিচালনা করেছেন এটর্নি পেরী ডি সিলভার। ২ অক্টোবর চেক পাবার পরই তা হস্তান্তর করা হয় বিএনপির এই নেতার কাছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে