বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯, ০৩:৫২:২৩

আমি তো ম'রেই গিয়েছিলাম, দেশের মানুষের দোয়ায় আমি আজও বেঁচে আছি: ওবায়দুল কাদের

আমি তো ম'রেই গিয়েছিলাম, দেশের মানুষের দোয়ায় আমি আজও বেঁচে আছি: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অ'সু'স্থতার কথা স্মরণ করে বলেছেন, আমি তো ম'রেই গিয়েছিলাম। অনেকটা অলৌকিকভাবে ফিরে এসেছি। ‘দেশের মানুষের দোয়ায় আমি আজও বেঁচে আছি। তাই মানুষের জন্য আরও কাজ করতে হবে। দেশের জন্য কাজ করেই বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই।’

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১ এর ভিজিটরস সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

২০২১ সালের জুন মাসের মধ্যে দেশের সর্ববৃহৎ স্থাপনা পদ্মা সেতুর কাজ শেষ হবে বলে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৪ শতাংশ।

সেতুমন্ত্রী দ্রুত কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘২০২১ সালের জুনের মধ্যে আমরা কাজ শেষ করতে চাই।, পদ্মা নদী খুবই আনপ্রেডিক্টেবল (অননুমেয়)। একইসঙ্গে নদীতে তীব্র স্রোত থাকে এবং প্রচুর পলি বহন করে। এতে করে পিয়ারে স্প্যান বসানো সম্ভব হয় না। সিডিউল অনুযায়ী কাজ শেষ করা কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, ‘মূল সেতুর সবকটি পাইল ড্রাইভিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। ৪২টি পিয়ারের মধ্যে ৩২টি পিয়ারের কাজ সম্পন্ন হয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে