শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯, ১২:০১:৩২

ছাত্ররাজনীতি বন্ধ না করে ছাত্রলীগ নিষি'দ্ধ করা উচিত: মান্না

ছাত্ররাজনীতি বন্ধ না করে ছাত্রলীগ নিষি'দ্ধ করা উচিত: মান্না

নিউজ ডেস্ক : ছাত্ররাজনীতি বন্ধের সমালোচনা করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, মাথাব্য'থার জন্য মাথা কে'টে ফেলার উপক্র'ম। ছাত্ররাজনীতি বন্ধ না করে ছাত্রলীগকে নি'ষি'দ্ধ করা উচিত।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হ'ত্যার প্রতিবাদে এক মানববন্ধনে মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন। তিনি বলেন, আববারের হ'ত্যাকে পুরো জাতির ওপর চাপিয়ে দেওয়ার ষ'ড়য'ন্ত্র চলছে। এর সঙ্গে ছাত্রলীগ জড়িত। 

মান্না আরও বলেন, ছাত্রলীগকে নি'ষি'দ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, কৌশলে সরকার ছাত্ররাজনীতি ব'ন্ধের প্রসঙ্গে এনেছে। মাথাব্য'থার জন্য মাথা কে'টে ফেলার উপক্র'ম। বুয়েটে অন্য ছাত্রসংগঠনগুলো কর্মকা'ণ্ড চালালে আবরারকে বাঁ'চানো যেত।

বিশ্বজিৎ হ'ত্যার প্রসঙ্গ টেনে ডাকসুর সাবেক এই ভিপি আবরার হ'ত্যার বিচার নিয়ে সংশ'য় প্রকাশ করেন। এ ছাড়া বুয়েটের উপাচার্যের সমালোচনা করে তার অপসারণ দাবি করেন মান্না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে