শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯, ০৪:৩৫:৪৭

বিজিবি-বিএসএফ গু'লিবিনিময়ের ঘটনায় আমরা ম'র্মাহ'ত: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজিবি-বিএসএফ গু'লিবিনিময়ের ঘটনায় আমরা ম'র্মাহ'ত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : রাজশাহী সীমান্তে বিজিবি-বিএসএফ এর মধ্যে গু'লিবিনিয়ের ঘটনা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। কিন্তু এটি একটি অনাকাঙ্খিত দু'র্ঘ'টনা। এতে আমরা ম'র্মাহ'ত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাছ আহরণে নি'ষে'ধা'জ্ঞা রয়েছে আপনারা সবাই জানেন। বিজিবি পদ্মা নদীতে তাদেরকে চ্যালেঞ্জ করলে জানা যায়, তারা ভারতীয় জেলে। জেলেরা গিয়ে বিএসএফকে ঘটনা জানালে তারা আসে। পরে ভুল বোঝাবুঝি হলে বিএসএফ গু'লি ছুঁড়লে উভয়পক্ষের মধ্যে গো'লাগু'লি ঘটে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর পদ্মা নদীতে ইলিশ শিকারের সময় ভারতীয় এক জেলেকে আ'ট'ক করাকে কেন্দ্র করে বিজিবির সঙ্গে বিএসএফের গো'লাগু'লির ঘটনা ঘটে। এতে বিএসএফের এক সদস্য নিহ'ত ও আরেক সদস্য আহ'ত হন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে