শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯, ০৮:১৩:৫২

শেখ রাসেল বেঁচে থাকলে দেশের জন্য অনেক কিছু করত : প্রধানমন্ত্রী

শেখ রাসেল বেঁচে থাকলে দেশের জন্য অনেক কিছু করত : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : রাসেল আমাদের পরিবারের সদস্যদের সবচেয়ে কনিষ্ঠ। পিতা বঙ্গবন্ধুর মতোই মানুষের প্রতি দরদি মন ছিল শেখ রাসেলেরও। বেঁচে থাকলে হয়তো দেশের জন্য অনেক কিছু করত। মাঝে মাঝে মনে হয় ৫৪ বছর বয়সে দেখতে রাসেল কেমন হতো?

বলতে বলতে অশ্রুসিক্ত চোখে থেমে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুটা সময় বিরতি নিয়ে চোখ মুছে নেন। শুক্রবার (১৯ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রিয় ছোট ভাই শেখ রাসেলের স্মৃতিচারণ করেন বড় বোন শেখ হাসিনা। তিনি বারবার অশ্রুসিক্ত হয়ে পড়েন। এ সময় পুরো সভাস্থল নীরব নিঃস্তব্ধ হয়ে পড়ে। একপর্যায়ে প্রধানমন্ত্রী কান্নায় ভেঙে পড়লে সম্মেলনস্থলে উপস্থিত শত শত শিশু-কিশোরও নিজেদের অশ্রু সংবরণ করতে পারেনি।

একাত্তর ও পঁচাত্তরের হ'ত্যাকা'ণ্ডের বিচার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার হ'ত্যাকারীদের বিচার হবে না- এমন আইন করে খু'নিদের বিচারের হাত থেকে মুক্ত করে পুরস্কৃত করা হয়েছিল। আমি যখন দেশে ফিরে আসি তখন মামলা করতে চেয়েছিলাম। আমাকে বলা হল, মামলা করা যাবে না। অর্থাৎ আমি আমার মায়ের হ'ত্যার বিচার পাব না, আমার ভাইয়ের হ'ত্যার বিচার পাব না। আমার বাবার হ'ত্যার বিচার পাব না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে