রবিবার, ২০ অক্টোবর, ২০১৯, ০৫:৩৭:১৭

বাংলাদেশের পোশাক নিয়ে গরুর মাংস দিতে চায় ব্রাজিল : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের পোশাক নিয়ে গরুর মাংস দিতে চায় ব্রাজিল : বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : ব্রাজিল বাংলাদেশের তৈরি পোশাক নিতে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে একই সঙ্গে তারা গরুর মাংস বাংলাদেশে রফতানির প্রস্তাবও দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) ঢাকায় হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত ‘ফোস্টারিং গ্লোবাল ফ্রি ট্রেড রিলেশনস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান। কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেট-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিআইএস-বিসিসিআই) এই সেমিনারের আয়োজন করে।

টিপু মুনশি বলেন, এ ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা না করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আগে দেশের স্বার্থ রক্ষা করতে হবে। সরকারের বিশেষ উদ্যোগ নেওয়ার কারণেই আজ গরুর মাংস আমদানির প্রয়োজন হচ্ছে না। একটি দেশের সঙ্গে এফটিএ (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) করার আগে দেশের শিল্প ও স্বার্থ রক্ষা করতে হবে। সবদিক বিবেচনা করে বিশ্ববাণিজ্য প্রসারের লক্ষ্যে প্রয়োজনীয় দেশের সঙ্গে এফটিএ সইয়ের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে।

তিনি বলেন, রাশিয়াসহ সিআইএসভুক্ত দেশগুলো ও ব্রাজিলসহ মারকসভুক্ত দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাকের প্রচুর চাহিদা আছে। এসব বাজারে তৈরি পোশাক রফতানি সম্ভব হলে দেশের রফতানি আয় কয়েক গুণ বাড়বে। এফটিএ সই করা সম্ভব হলে সেখানে বাণিজ্য বাড়ানো সম্ভব। সে লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ এফটিএ-এর মতো বাণিজ্য চুক্তি সম্পাদনের প্রচেষ্টা চালাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে