মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯, ১২:০৩:১৪

কোন বিবেকমান মানুষ মহানবী (সা.) নিয়ে কটুক্তি করার সাহস পাবে না : নাসিম

কোন বিবেকমান মানুষ মহানবী (সা.) নিয়ে কটুক্তি করার সাহস পাবে না : নাসিম

নিউজ ডেস্ক : মোহাম্মদ নাসিম বলেছেন, ভোলার বোরহানউদ্দিনে মহানবী (সাঃ) নিয়ে কটুক্তি করে অন্যকে ফাঁসানোর ষড়যন্ত্রে যারা জড়িত তাদের যেকোন মূল্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

ভোলার ঘটনায় ১৪ দল উদ্বেগ প্রকাশ করেছে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, অতীতের মতো ধর্মান্ধ গ্রুপ আবারও চক্রান্ত শুরু করেছে। সেখানে মিথ্যা উক্তিকে কেন্দ্র করে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করতে গিয়ে কয়েকজন মানুষের জীবন নেয়া হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় ধানমন্ডিতে নিজ বাসভবনে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ কথা বলেন। 

মোহাম্মদ নাসিম ভোলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কোন মুসলমান বা যেকোন ধর্মাবলম্বীর সুস্থ ও বিবেকমান মানুষ, যাদের ধর্মের প্রতি সত্যিকার শ্রদ্ধা-ভালবাসা আছে, তারা কোন দিন মহানবী (সা.) নিয়ে কটুক্তি করার সাহস খুঁজে পাবে না।

তিনি বলেন, অশুভ শক্তি ও মহল মিথ্যা ও অপপ্রচার শুরু করেছে। দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অসাম্প্রদায়িক ও শান্তিময় পরিবেশ বিরাজ করছে। এই পরিস্থিতিকে নস্যাৎ করতে পরাজিত শক্তি মাঠে নেমেছে।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে