বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯, ০৪:৩৮:৪০

মোল্লা কাওছারকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি

মোল্লা কাওছারকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি

নিউজ ডেস্ক : আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মোল্লা মো. আবু কাওছারকে। তাকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আজ বুধবার ধানমন্ডির ২৭ নম্বরে হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার পর সাংবাদিকদের এ তথ্য জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশেই এই অব্যাহতি দেওয়া হয়েছে।

২০১২ সালের জুলাই মাসে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মোল্লা কাওছার সভাপতি এবং পংকজ দেবনাথ সাধারণ সম্পাদক হন। সম্প্রতি ঢাকার ক্যাসিনো কাণ্ডে ওয়ান্ডারার্স ক্লাবের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হন মোল্লা কাওছার। 

এরপর থেকে তাকে সংগঠনের পদ থেকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে আওয়ামী লীগের ভেতর আলোচনা হয়। গত সেপ্টেম্বরে শুরু হওয়া ক্যাসিনোবিরোধী অভিযানের পর আওয়ামী লীগ ও এর সহযোগী একাধিক সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে অবৈধ এ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ওঠে। 

ওবায়দুল কাদের বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের সভাপতির সঙ্গে কথা হয়েছে। নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নির্দেশনা আমি তাকে জানিয়েছি। স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকেও নেত্রী তার পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এটা অলরেডি আমি তাকে (মোল্লা কাওছার) জানিয়েছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে