শুক্রবার, ০৮ নভেম্বর, ২০১৯, ০৭:৩৯:১৫

ঘূর্ণিঝড়ের শক্তি আরও বাড়ল, সংকেতও 'বাড়বে'

ঘূর্ণিঝড়ের শক্তি আরও বাড়ল, সংকেতও 'বাড়বে'

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় 'বুলবুল'র শ'ক্তি বাড়ছেই। ছয় ঘণ্টার ব্যবধানে ঘূর্ণিঝড় কেন্দ্রের সর্বোচ্চ গ'তিবে'গ ঘণ্টায় ১০ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। 

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে চার নম্বর স্থানীয় হুঁ'শি'য়া'রি সং'কে'ত দেখানো হচ্ছে। এই হুঁ'শি'য়া'রি সং'কে'ত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিদফতর।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নি'রাপ'দ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এখন চার নম্বর স'ত'র্ক'তা সং'কে'ত রয়েছে। স'ত'র্ক সং'কে'ত আরও বাড়বে। ঘূর্ণিঝড়টি উড়িষ্যা উপকূল হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চল বরাবর অ'গ্র'স'র হবে।

আজ দুপুর পৌনে ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় 'বুলবুল' আরও উত্তর দিকে অ'গ্র'স'র ও ঘ'ণীভূ'ত হয়ে অতি প্র'ব'ল ঘূর্ণিঝড় আকারে 'বুলবুল' একই এলাকায় অবস্থান করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে