শনিবার, ০৯ নভেম্বর, ২০১৯, ০৫:৩২:৩৮

মহাবি'প'দ সংকেত : ১০০-১২০ কিলোমিটার গতিতে আ'ঘা'ত হা'নবে 'বুলবুল'

মহাবি'প'দ সংকেত : ১০০-১২০ কিলোমিটার গতিতে আ'ঘা'ত হা'নবে 'বুলবুল'

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধে'য়ে আসছে অতি প্র'ব'ল ঘূর্ণিঝড় 'বুলবুল'। আবহাওয়াবিদেরা বলছেন, আজ শনিবার সন্ধ্যা নাগাদ বুলবুল পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূল দিয়ে সমতলে আ'ঘা'ত হা'ন'বে। 

এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। উপকূলের আটটি জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও চাঁদপুর ঝুঁ'কি'পূ'র্ণ অবস্থায় রয়েছে। 

আবহাওয়াবিদরা জানান, আজ সন্ধ্যা নাগাদ যখন ঘূর্ণিঝড় বুলবুল উপকূলে আ'ঘা'ত হানবে, সেই সময়টায় এসব অঞ্চলের নদ-নদী গুলো এবং সাগরে জোয়ার থাকবে। জোয়ারের পানি বৃদ্ধির প্রভাবে জলোচ্ছ্বাসের মাত্রা বেশি হবে। উপকূলের আটটি জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও চাঁদপুর ঝুঁ'কি'পূ'র্ণ অবস্থায় রয়েছে।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবি'প'দ সং'কে'ত আর চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবি'প'দ সং'কে'ত দেখাতে বলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে