রবিবার, ১০ নভেম্বর, ২০১৯, ০৯:১৬:৪৫

'বাবরি মসজিদের রায় ঘোষণা করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত করেছে'

'বাবরি মসজিদের রায় ঘোষণা করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত করেছে'

নিউজ ডেস্ক : বাবরি মসজিদের স্থানে রাম মন্দির প্রতিষ্ঠা সম্বলিত রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবদুস সামাদ। বাবরি মসজিদের রায়ের পর শনিবার (৯ নভেম্বর) তাৎক্ষনিক এক বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় সুপ্রীমকোর্ট থেকে বাবরি মসজিদ নিয়ে যে রায় ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ ন্যায়বিচার পরিপন্থী ও পূণরায় হিন্দু-মুসলিম সহিংসতা উষ্কে দেয়ার মতো।

তিনি বলেন, মোদি সরকার গায়ের জোরে ভারতীয় হিন্দুদের পক্ষে এই রায় ঘোষণা করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত করেছে। এ রায় বিশ্ব মুসলিম কখনো মেনে নেবে না। আমরা এ রায় প্রত্যাখান করছি।

কোর্টের রায়ে বিকল্প হিসেবে অন্যত্র বাবরি মসজিদ নির্মাণের জন্য মুসলিম ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি প্রদান করার ব্যাপারে তিনি বলেন, মুসলমানদের জন্য পাঁচ একর জমি ভিক্ষা দেয়ার প্রয়োজন নেই। মুসলমান প্রমাণ ও দলিলের আলোকে আদালতে ন্যায়বিচারের প্রত্যাশা করেছিল যা পূরণ করতে পারেনি আদালত।

বিবৃতিতে ভারতীয় সুপ্রিম কোর্টকে এ সিদ্ধান্ত থেকে সরে এসে মসজিদের জায়গা বাবরি মসজিদের জন্যই বহাল রাখার দাবি জানান তিনি।

উল্লেখ্য, ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ মামলার রায় দিয়েছেন, বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করা হবে। রায়ে বলা হয় মন্দিরের জায়গায় বাবরি মসজিদ নির্মিত হয়েছিল। তাই এ জায়গায় মন্দির নির্মাণ করা হবে। আর মসজিদের জন্য ৫ একর জমি সরকার দান করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে