মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯, ১২:৫৫:১২

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহ'ত ও শতাধিক যাত্রী আহ'ত হয়েছেন। এঘটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখি হাসিনা শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী দুর্ঘটনায় নিহ'তদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দুর্ঘটনায় আহ'তদের আশু আরোগ্য কামনা করেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা দিতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১২) ভোর রাত সাড়ে ৩টার দিকে কসবা এ দুর্ঘটনা ঘটে।  তবে হ'তাহ'তদের নাম-পরিচয় জানা যায়নি। উদ্ধার কাজে যোগ দিয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয় জনগণ। উদ্ধার কাজ চালাচ্ছে দুটি রিলিফ ট্রেন, খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। এঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঘটনা তদন্তে রেল ও জেলা প্রশাসনের দুটি কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে