মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯, ০৬:৪৪:১৭

রেলে যারা কাজ করেন, তাদের আরও দক্ষ করতে হবে : প্রধানমন্ত্রী

রেলে যারা কাজ করেন, তাদের আরও দক্ষ করতে হবে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক :  ট্রে'ন দু'র্ঘ'টনায় হ'তাহ'ত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ ধরনের দু'র্ঘ'ট'নার পুনরাবৃত্তি রো'ধ করতে সংশ্লিষ্ট সবাইকে স'ত'র্ক থাকার নির্দেশ দিয়েছেন। 

তিনি বলেছেন, ‘বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকেও নিজেদের রক্ষা করতে পারলাম, কিন্তু দু'র্ভা'গ্য, এ ধরনের একটা দু'র্ঘ'ট'না ঘটে গেল।’ ভবিষ্যতে ট্রেন দু'র্ঘ'ট'না প্রতি'রো'ধে চালকদের প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার সকালে তার কার্যালয়ে (পিএমও) বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) গভর্নর বোর্ডের ৩৪তম সভার প্রারম্ভিক ভাষণে এ কথা বলেন। 

শেখ হাসিনা বলেন, ‘রেলে যারা কাজ করেন, তাদের আরও দক্ষ করা উচিত এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের রেলচালকদের প্রশিক্ষণের প্রয়োজন। জানি না কেন শীত মৌসুম এলেই কেবল আমাদের দেশেই নয়, সমগ্র বিশ্বেই রেলের দু'র্ঘ'টনা দেখতে পাওয়া যায়।’

ট্রেন দু'র্ঘ'টনাকে অত্যন্ত দুঃ'খজনক আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বুলবুলের মতো সেই প্রাকৃতিক দু'র্যো'গ থেকেও নিজেদের রক্ষা করতে পারলাম, কিন্তু দু'র্ভা'গ্য যে এ ধরনের একটা দু'র্ঘ'টনা ঘটে গেল।’

প্রধানমন্ত্রী নি'হ'ত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন। আ'হ'ত ব্যক্তিদের দ্রুত আ'রো'গ্যও কামনা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে