বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯, ০৮:০৬:১৩

দেশের মানুষের কল্যাণে প্রয়োজনে বাবার মতো জীবন দেবো : প্রধানমন্ত্রী

দেশের মানুষের কল্যাণে প্রয়োজনে বাবার মতো জীবন দেবো : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : দেশের মানুষের কল্যাণে যা যা প্রয়োজন সবই আমি করব, প্রয়োজনে আমার জীবনও যদি দিতে হয়—বাবার মতো তাও দিয়ে দেব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য যা যা করণীয়, আমরা তার সবই করে যাচ্ছি এবং করে যাব। আর কী কী দেবার আছে জানি না। তবে এইটুক বলতে পারি আমার জীবনটা আমি উৎসর্গ করেছি বাংলাদেশের জনগণের জন্য।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য আনোয়ারুল আবেদীন খানের সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য যা যা করণীয় আমরা তার সবই করে যাচ্ছি এবং করে যাব। এমন একটা সময় ছিল যে, এ দেশের মানুষ একবেলা খেতে পেত না, খুব বেশি দিন আগের কথা নয়, এই ১০/১১ বছর আগের অবস্থাটাই যদি চিন্তা করেন, তাহলে তখন দেশের অবস্থাটা কী ছিল একবার চিন্তা করেন। অন্তত এখন আর সে অবস্থাটা নেই।”

অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের জনগণের কল্যাণে এবং দু'র্নী'তিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে দু'র্নী'তির বি'রু'দ্ধে জি'রো টলারেন্স নীতি গ্রহণের পাশাপাশি ক্যাসিনো, জ'ঙ্গি'বাদ, মাদক এবং দু'র্নী'তির বি'রু'দ্ধে অভিযান পরিচালনা করছে। দু'র্নী'তি দ'ম'নে সরকারের পাশাপাশি দু'র্নী'তি দ'ম'ন কমিশনও কাজ করছে।

তিনি বলেন, বিগত ১০ বছরে দু'র্নী'তি দমন কমিশন ১৩ হাজার ২৩৮টি অনুসন্ধান, ৩ হাজার ৬১৭টি মামলা রুজু এবং ৫ হাজার ১৭৯টি চার্জশিট দাখিল করেছে। ২০১৯ সালে এ পর্যন্ত দু'র্নী'তি দ'ম'ন কমিশন ১৬টি ফাঁদ মামলায় ৬৮ জন আ'সা'মীকে গ্রে'ফ'তার করেছে। এ ছাড়া কারা কারা অভিজাত গাড়ি ক্রয় করেছে, সে সম্পর্কিত তথ্য সংগ্রহের কার্যক্রমও চলমান রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে