শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ০৫:১১:৫৯

পেঁয়াজ বিমানে উঠে গেছে, দেশে এলেই দাম কমবে : প্রধানমন্ত্রী

পেঁয়াজ বিমানে উঠে গেছে, দেশে এলেই দাম কমবে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : পেঁয়াজের দাম বেড়েই চলেছে, যা নিয়ে উদ্বেগের শেষ নেই দেশবাসীর। এ অবস্থায় বিদেশ থেকে বিমানে করে পেঁয়াজ আনা হচ্ছে বলে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, পেঁয়াজ বিমানে উঠে গেছে। কার্গো বিমান ভাড়া করে পেঁয়াজ আনা হচ্ছে। কাল-পরশু পেঁয়াজ এলে দাম কমে যাবে। যাদের কারণে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়েছে বা দাম বেড়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় ভারতে ১০০ রুপি পেঁয়াজের দামের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এর পর সরকার মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়। তবে আমদানির পরেও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। গতকাল দেশে পেঁয়াজের দাম প্রতি কেজি ২৫০ টাকা পর্যন্ত উঠতে দেখা যায়।

এদিকে বিমানে করে পেঁয়াজ আমদানির সিদ্ধান্তের কথা শুক্রবার বিকেলে জানান বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন। তিনি বলেন, যতদিন পর্যন্ত বাজার স্বাভাবিক না হবে, ততদিন এয়ার কার্গোতে পেঁয়াজ আমদানি করা হবে। সরকারিভাবে পেঁয়াজ আমদানির জন্য একজন উপসচিবকে তুরস্কে পাঠানো হচ্ছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে