রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ০১:২৬:৫৮

এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমরা হস্তক্ষেপ করব: হাইকোর্ট

এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমরা হস্তক্ষেপ করব: হাইকোর্ট

নিউজ ডেস্ক : এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের অস্বাভাবিক দাম না কমলে হস্তক্ষেপ করবেন হাইকোর্ট। আজ ১৭ নভেম্বর রবিবার এক রিটের শুনানিতে রিটকারীর উদ্দেশ্যে আদালত বলেছেন, আপনারা এক সপ্তাহ দেখেন। এর মধ্যে যদি পেঁয়াজের মূল্য পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আমরা হস্তক্ষেপ গ্রহণ করব।

এদিকে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রিটকারীর উদ্দেশ্যে এ মন্তব্য করেন।

তাছাড়া দেশে পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধির সঙ্গে জড়িতদের খুঁজে বের করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন আইনজীবী তানভীর আহমেদ।

এদিকে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয় রিট আবেদনে। দুনীর্তি দমন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয় এই রিটে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে