মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯, ১০:৫৩:৩১

লবণ নিয়ে গুজব ঠেকাতে চলছে বাজারে বাজারে মাইকিং

লবণ নিয়ে গুজব ঠেকাতে চলছে বাজারে বাজারে মাইকিং

নিউজ ডেস্ক : পঞ্চগড়ে লবণ সঙ্কটের গুজব ঠেকাতে বাজারে বাজারে মাইকিং করেছে পঞ্চগড় বাজার বণিক সমিতি। বিসিক ও শিল্প কর্পোরেশনের তথ্যমতে পর্যাপ্ত লবণের মজুদ রয়েছে উল্লেখ করে মঙ্গলবার বিকেলে এই মাইকিং করা হয়।
লবণলবণ সঙ্কটের গুজব ঠেকাতে মাইকিং করা হচ্ছে ।

সকাল থেকে জেলা শহরসহ বিভিন্ন এলাকায় লবণ সঙ্কটের গুজব ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকার ছোট বড় হাট বাজারে ভিড় করেন ক্রেতারা। অনেকে ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত কেজি দরেও লবণ কেনেন। পরে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা শুরু করলে বিক্রেতারা দাম কম নিতে শুরু করেন। সন্ধ্যার পর থেকে জেলা শহরের প্রধান বাজার রাজনগর হাটসহ বিভিন্ন হাটে স্বাভাবিক দামেই লবণ বিক্রি শুরু হয় বলে জানা গেছে।

জেলা শহরের কসমেটিকস ব্যবসায়ী মো. জিয়া বলেন, লবন সঙ্কটের কথা শুনে বাজারে যাই। সেখানে অনেকেই ৬০ থেকে ৭০ টাকা কেজি লবণ কিনছিল। আমি একটি দোকানে কিনতে গেলে তিনি আমাকে জানান, এটা গুজব। আপনি চাইলে বর্তমান দামেই লবণ কিনতে পারেন।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, সকাল থেকে লবণের গুজবের কথা কানে আসছিল। অল্প সময়ের মধ্যে এই গুজবটি দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা জানতে পারি বাজারে অনেকেই বেশি লবণ কিনে মজুদ করছেন। অসাধু ব্যবসায়ীরাও সুযোগ বুঝে লবণের দাম বাড়িয়ে দেন। আমরা বাজারে প্রবেশের পর সব কিছু স্বাভাবিক দেখেছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে