বুধবার, ২০ নভেম্বর, ২০১৯, ০৪:৪২:০৬

আমরা চলচ্চিত্র শিল্পের স্বর্ণযুগে ফিরতে চাই : তথ্যমন্ত্রী

আমরা চলচ্চিত্র শিল্পের স্বর্ণযুগে ফিরতে চাই : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সংকট কেটে গেছে বলে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা চলচ্চিত্র শিল্পের স্বর্ণযুগে ফিরতে চাই। এজন্য আমাদের আরও কাজ করতে হবে।’ 

বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের নেতৃত্বে একটি টিম তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। 

এসময় চিত্রনায়িকা রোজিনা, অরুণা বিশ্বাস, অঞ্জনা, চিত্রনায়ক রুবেল, ডিপজল, ড্যানি সিডাকসহ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘চলচ্চিত্র শিল্পকে সুরক্ষা দিতে শেখ হাসিনার সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। এরমধ্যে এফডিসির দৈন্যদশা কাটাতে ৩২২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এ প্রকল্পের পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় একটি অত্যাধুনিক ভবন হবে। যেখানে চলচ্চিত্র শিল্পের জন্য আধুনিক ব্যবস্থা থাকবে। এছাড়া রাজধানীর অদূরে গাজীপুরের কালিয়াকৈরের কবিরপুরে ১০০ বিঘা জমির ওপর স্থাপিত বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে আধুনিক করার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘অনুদানের সিনেমা বানাতে এর পরিমাণ ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ কোটি টাকা করা হয়েছে। অনুদানের ছবি আগে সিনেমা হলে মুক্তি দেওয়া হতো না। এখন নিয়ম বেঁধে দিয়েছি। অনুদানের টাকায় নির্মিত ছবি সিনেমা হলে মুক্তি দিতে হবে।’

হাছান মাহমুদ বলেন, ‘সরকার একই সঙ্গে আর্ট ফিল্মেও অনুদান দেবে। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের বাংলা ছবি বিশ্ববাজার দখল করুক। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। মানুষের রুচির পরিবর্তন হয়েছে। যে কারণে সিনেপ্লেক্সের দিকে মানুষ ঝুঁকছে। ঢাকা এবং চট্টগ্রামে বেশ কয়েকটি সিনেপ্লেক্স আছে। আগামী দুই-তিন বছরের মধ্যে সেখানে বেশ কয়েকটি সিনেপ্লেক্স নির্মিত হবে। সরকার এ বিষয়ে উৎসাহ দিচ্ছে। ’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে