বুধবার, ২০ নভেম্বর, ২০১৯, ১১:২৬:৩৩

প্রধানমন্ত্রীর শান্তিতে নোবেল পাওয়া উচিত: অর্থমন্ত্রী মুস্তফা কামাল

প্রধানমন্ত্রীর শান্তিতে নোবেল পাওয়া উচিত: অর্থমন্ত্রী মুস্তফা কামাল

নিউজ ডেস্ক : দেশে রোহিঙ্গা আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ ব্যাপারে সারা বিশ্ব একমত পোষণ করবে বলেও মনে করেন তিনি।

গতকাল মঙ্গলবার আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক যৌথ অর্থনৈতিক কমিশন সভায় অর্থমন্ত্রী এ কথা বলেন বলে আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় অর্থ মন্ত্রণালয়।

এদিকে বাণিজ্য-বিনিয়োগসহ ১৫টি লক্ষ্য সামনে রেখে মুস্তফা কামালের নেতৃত্বে শুরু হওয়া যৌথ সভাটি তুরস্কের সঙ্গে পঞ্চম সভা। এতে উপস্থিত ছিলেন তুরস্কের স্পিকার মুস্তফা সেন্তোপ।

এ ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, ‘তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িব এরদোয়ান শরণার্থীদের আশ্রয় দিয়ে বিশ্বে মানবতার ইতিহাস তৈরি করেছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের মতো জনবহুল ঘনবসতিপূর্ণ দেশে মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদেরকে যেভাবে আশ্রয় দিয়েছেন তাতে তাদের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত।’

এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘তুরস্ক চার মিলিয়ন শরণার্থীকে আশ্রয় দিয়েছে, আর বাংলাদেশ এক মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। পৃথিবীর অন্যতম প্রধান জনবসতি ঘনত্বপূর্ণ একটি ছোট দেশ বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে একটি সামাজিক বন্ধন ও সম্প্রীতির দেশ এবং এটি আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্যও একটি হাতিয়ার। এখানে একে অপরের কষ্টে ব্যথিত হয়, যেকোনো ধরনের আপদ বিপদে একে অপরকে যেভাবে সাহায্য সহযোগিতা করতে এ গিয়ে আসে তা যেকোনো দেশের ইতিহাসে বিরল।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে