বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ০১:২০:৪৪

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে সড়কে ধর্মঘট প্রত্যাহার

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে সড়কে ধর্মঘট প্রত্যাহার

নিউজ ডেস্ক : নতুন সড়ক পরিবহন আইন স্থগিতের দাবিতে ঢাকাসহ সারাদেশে চলমান ধর্মঘট ও সংকট নিরসনে বাস, ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নতুন সড়ক পরিবহন আইন স্থগিত ও সংশোধনের দাবিসহ নয় দফা দাবিতে ধর্মঘট ও কর্মবিরতি পালন করছিল ট্রাক শ্রমিকরা। কিন্তু রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করেছেন ট্রাক মালিক-শ্রমিকরা।

নতুন সড়ক পরিবহন আইন স্থগিতের দাবিতে পরিবহন-মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

রাত ৯টার পর মন্ত্রীর ধানমণ্ডির বাড়িতে এই বৈঠক শুরু হয়, যাতে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের পাশাপাশি সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, বিআরটিএ কর্মকর্তারাও ছিলেন।

আনুষ্ঠানিকভাবে ধর্মঘট আহ্বানকারী ট্রাক-কভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের মধ্যে বৈঠকে ছিলেন রুস্তম আলী খান, তাজুল ইসলাম, মকবুল আহমেদসহ অন্তত ১০ জন। বাস মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্লাহও ছিলেন বৈঠকে।

পূর্বনির্ধারিত এই বৈঠকে যোগ দিতে রাত ৮টার পর থেকেই একে একে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে আসতে শুরু করেন পরিবহন শ্রমিক নেতা, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এবং বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে