শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯, ১০:০০:৫৬

শেখ মনির উত্তরাধিকারীরা নেতৃত্ব পাওয়ার অধিকার রাখে : কাদের

শেখ মনির উত্তরাধিকারীরা নেতৃত্ব পাওয়ার অধিকার রাখে : কাদের

নিউজ ডেস্ক : শেখ ফজলুল হক মনি'র উত্তরাধিকারীরা যুবলীগের নেতৃত্ব পাওয়ার অধিকার রাখে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সম্মেলনের প্রস্তুতি দেখতে গিয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন. সপ্তম কংগ্রেসের পর যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন আনুষ্ঠিত হবে।

কেন্দ্র থেকে তৃণমূল সকল ক্ষেত্রে কমিটিতে পদের ক্ষেত্রে বয়সসীমা মানা হবে। কংগ্রেসের ২য় অধিবেশনে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের জন্য আগ্রহীদের মাঝ থেকে নাম আহ্বান করা হবে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলের প্রতি যাদের ত্যাগ আছে, শ্রম আছে, তারাই নেতা হবেন। যারা অ'পক'র্ম করেছেন, দলের সুনাম ন'ষ্ট করেছেন, তারা বা'দ পড়বেন।

তিনি বলেন, দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে। তবে সে প্রতিযোগিতা হবে সুস্থ প্রতিযোগিতা। দলে বেশি বেশি কাজ করার প্রতিযোগিতা। কোনো অসুস্থ প্রতিযোগিতা করে দলকে বিপদের মধ্যে ঠেলে দেবেন না।

তিনি বলেন, দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে। তবে সে প্রতিযোগিতা হবে সুস্থ প্রতিযোগিতা। দলে বেশি বেশি কাজ করার প্রতিযোগিতা। কোনো অ'সু'স্থ প্রতিযোগিতা করে দলকে বি'প'দের মধ্যে ঠেলে দেবেন না। 

যৌথ সভায় আওয়ামী লীগের যুগ্ম সাথারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান বক্তব্য দেন। 

অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও প্রচার সম্পাদক আকতার হোসেন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ এবং হাজী মোহাম্মদ সেলিম এমপি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে