শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯, ১২:৪৬:৩৭

বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানি করতে চান মমতা ব্যানার্জী

বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানি করতে চান মমতা ব্যানার্জী

নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পারস্পরিক স্বার্থে বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানির আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে বাইসাইকেলের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ পশ্চিমবঙ্গে সাইকেল রফতানির এ সুযোগটি কাজে লাগাতে পারে।’

বাংলাদেশ ও ভারতের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ উদ্বোধন করতে ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার কলকাতার তাজবেঙ্গল হোটেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গে সাইকেল রফতানির প্রসঙ্গে বলেন, বাংলাদেশের উদ্যোক্তারা যৌথভাবে পশ্চিমবঙ্গে বাইসাইকেলের কারখানা স্থাপন করতে পারেন। এ প্রসঙ্গে তিনি বলেন, তার সরকার এজন্য জমি বরাদ্দ দেবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী এ বিষয়ে আরও প্রস্তাব উত্থাপন করেন যে, বাংলাদেশের বিনিয়োগকারীরা বাই-সাইকেল কারখানাগুলো বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে স্থাপন করতে পারে। তাহলে পরিবহন খরচ অনেকটাই কমে যাবে।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিল্পকারখানার ওপর সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন। মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সমাজকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে