মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯, ০৬:৪১:০২

রবিউল হুসাইনের বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

রবিউল হুসাইনের বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রখ্যাত কবি, শিল্প-স'মালো'চক, ছোট গল্প লেখক, প্রবন্ধকার ও সাংস্কৃতিক কর্মী রবিউল হুসাইনের বাসভবনে গিয়ে তার শো'কস'ন্ত'প্ত পরিবারের সদস্যদের প্রতি গ'ভী'র সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার বিকালে একুশে পদকপ্রাপ্ত এই কবি ও স্থপতির বাসায় যান প্রধানমন্ত্রী। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন। প্রধানমন্ত্রী কবির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ও স্বা'ন্ত'না দেন এবং তার রূ'হের মা'গফি'রাত কামনা করেন।

এর আগে এক শো'কবার্তায় রবিউল হুসাইনের মৃ'ত্যুতে গ'ভী'র শো'ক ও দুঃ'খ প্রকাশ করেন শেখ হাসিনা। শো'কবার্তায় তিনি বলেন, তার মৃ'ত্যুতে দেশ ও জাতি একজন দেশপ্রেমিক ও ব'হুগু'ণে গু'ণা'ন্বিত এক ব্যক্তিকে হা'রা'ল।

প্রধানমন্ত্রী বলেন, ‘পেশাগত দিক থেকে স্থপতি হলেও রবিউল হুসাইন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে স'ম্পৃ'ক্ত ছিলেন। রবিউল হুসাইন তার কাজের মধ্য দিয়ে চি'রস্ম'র'ণীয় হয়ে থাকবেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে