বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯, ০৪:২৮:১৭

হলি আর্টিজান হা'ম'লা মামলায় ৭ জনের মৃ'ত্যুদ'ণ্ড

হলি আর্টিজান হা'ম'লা মামলায় ৭ জনের মৃ'ত্যুদ'ণ্ড

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে অবস্থিত হলি আর্টিজান জ'ঙ্গি হা'ম'লা মামলায় ৮ আ'সা'মির মধ্যে ৭ জনের ফাঁ'সির আদেশ দিয়েছেন আদালত। মৃ'ত্যুদ'ন্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

এছাড়া হা'ম'লায় সম্পৃক্ততা না পাওয়ায় মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেওয়া হয়েছে। বুধবার ঢাকার স'ন্ত্রা'সবি'রো'ধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সব আ'সা'মি আদালতে উপস্থিত ছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জসিম উদ্দিন এ রায়ের বিষয়ে নিশ্চিত করেন।

মৃ'ত্যুদ'ণ্ডপ্রা'প্ত সাত আসামি হলেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ওরফে সুভাষ ওরফে শান্ত ওরফে টাইগার ওরফে আদিল ওরফে জাহিদ, রাফিউল ইসলাম ওরফে রাকিবুল হাসান ওরফে রিগ্যান, মোঃ আব্দুস সবুর খান ওরফে হাসান ওরফে হা'তকা'টা সোহেল মাহফুজ ওরফে মুসাফির ওরফে জয় ওরফে নসুরুল্লাহ, হাদিসুর রহমান সাগর, মোঃ আসলাম হোসেন ওরফে রাশেদ ইসলাম ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশীদ ওরফে রিপন।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হা'ম'লা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হ'ত্যা করে জ'ঙ্গিরা। এ সময় তাদের হা'ম'লায় পুলিশের দুই সদস্য নি'হ'ত হন। পরে অভিযানে পাঁচ জ'ঙ্গি নি'হ'ত হয়। ঐ ঘটনায় স'ন্ত্রা'সবি'রো'ধী আইনে গুলশান থানায় মামলা দায়ের করে পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে