বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯, ০৪:৪৫:৫০

রায়ের পর কাঠগড়ায়ই 'আল্লাহু আকবার' ধ্বনি, চিৎকার-চেচামেচি

রায়ের পর কাঠগড়ায়ই 'আল্লাহু আকবার' ধ্বনি, চিৎকার-চেচামেচি

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় হা'ম'লার ঘটনায় স'ন্ত্রা'সবি'রো'ধী আইনের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের কাঠগড়ায়ই আ'সা'মিরা ‘আল্লাহু আকবার’ ধ্বনি দেন। তারা চিৎকার চেচামেচি শুরু করেন। 

আজ বুধবার ঢাকার স'ন্ত্রা'স বি'রো'ধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান রায় ঘোষণা করেন। রায়ে সাত জ'ঙ্গিকে মৃ'ত্যুদ'ণ্ডে দ'ণ্ডি'ত করার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই আসামিরা চিৎকার চেচামেচি শুরু করেন। এক সঙ্গে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিতে থাকেন। লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড়িয়ে তারা এ রায় মানি না মানি না চিৎকার করতে থাকেন। 

তাদের দ্রুত ট্রাইব্যুনাল কক্ষ থেকে পুলিশ বের করার উদ্যোগ নেয়। তাদের নেওয়ার সময়ও ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ ধ্বনি দিতে থাকেন। তাদের কোনো অবস্থায়ই থামানো যাচ্ছিল না। সাজাপ্রাপ্ত আসামিদের সঙ্গে খালাসপ্রাপ্ত মিজানুর রহমান ওরফে বড় মিজানও ‘আল্লাহ আকবার’ ধ্বনি দেন। তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমি খালাস পেয়ে খুশিতে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছি।’

আসামিদের দ্রুতই ছয় তলা থেকে নিচে নামানো হয়। আগে থেকেই ঠিক করে রাখা প্রিজন ভ্যানে তোলা হয় সব আসামিকে। প্রিজন ভ্যানে ওঠার সময়ও তারা একই ভাবে চিৎকার করতে থাকেন। এ সময় স্লোগান দেন, ‘এ রায় মানি না’ বলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে