বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯, ০৫:০৫:৩৬

শেখ হাসিনার বাংলায় কোন অপরাধীর স্থান নেই : ওবায়দুল কাদের

শেখ হাসিনার বাংলায় কোন অপরাধীর স্থান নেই : ওবায়দুল কাদের

যশোর থেকে : হলি আর্টিজান মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বহুল প্রতিক্ষীত হলি আর্টিজান মামলার রায় প্রদান করেছেন আদালত। এ রায়ে সাত জনের ফাঁ'সি হয়েছে। 

তিনি বলেন, এই রায় বাংলাদেশের শেখ হাসিনার আমলে আইনের শা'ষ'ণ, স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে। এই রায় যারা জ'ঙ্গিবা'দ, জ'ঙ্গিবা'দী শক্তি এবং জ'ঙ্গিবা'দের পৃষ্টপোষক তাদের প্রতি এক অ'শ'নি সং'কেত। আর দেশের মানুষের ভবিষ্যত নি'রাপ'দ ও স্বাধীন বিচার ব্যবস্থা কায়েমে এ রায় ভূমিকা রাখবে।

আজ বুধবার যশোর ঈদগাহ ময়দানে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহিদুল ইসলাম মিলনকে সভাপতি ও শাহীন চাকলাদারকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।

যশোর জেলার নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসাবে তিনি ৬ জনের নাম ঘোষণা করেন । তারা হলেন- আব্দুল মজিদ বিশ্বাস, হায়দার গণি পলাশ, খয়রাত আলী, আব্দুল খালেক, আব্দুল রায়হান ও গোলাম মোস্তফা।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম মনির, আশরাফুল আলম লিটন ও জহরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে আজহার হোসেন, ফরিদ আহমেদ চৌধুরী ও রিন্টু চাকলাদারের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলায় কোন অ'পরা'ধীর স্থান নেই। আজ সাত জ'ঙ্গির ফাঁ'সির আদেশ দেয়া হয়েছে। দ্রুততার সাথে ফেনীর নুসরাত হ'ত্যাকা'রীদের ফাঁ'সির রায় হয়েছে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার হ'ত্যাকা'রী ছাত্রলীগ কর্মীদের আ'ট'ক করা হয়েছে। তাদেরও বিচার হবে।

যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে