শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৮:১৪

বিনামূল্যে দেশের সব মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

বিনামূল্যে দেশের সব মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : এখন থেকে দেশের সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে মা-বোনদের জন্য বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার রাজধানীর পরিবার পরিকল্পনা অধিদফতরের অডিটোরিয়ামে সপ্তাহব্যাপী ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৯’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের গ্রামাঞ্চলের অধিক মূল্য হওয়ার কারণে মা ও মেয়ে শিশুদের ন্যাপকিন ব্যবহার করা সম্ভব হয় না। এতে তাদের শরীরে ক্যা'নসা'রসহ নানাবিধ জ'টি'ল রো'গ সৃষ্টি হয়। এ কারণে দেশের সর্বত্র এবছর থেকেই সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে মা-বোনদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে