সোমবার, ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৪:৫৫:৪২

ব্লগার অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় আর নেই

ব্লগার অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় আর নেই

নিউজ ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায় (৮৪) আর নেই। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চি'কিৎ'সাধী'ন অবস্থায় তার মৃ'ত্যু হয়। 

অজয় রায় ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলায় জ'ঙ্গি হা'ম'লায় নি'হ'ত বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের বাবা। মৃ'ত্যুর খবর নিশ্চিত করেছের বারডেম হাসপাতালের পরিচালক অব. ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিক।

তিনি গণমাধ্যমকে বলেন, বা'র্ধ'ক্যজ'নি'ত স'ম'স্যা নিয়ে গত ২৫ নভেম্বর বারডেম হাসপাতালে ভর্তি হন অধ্যাপক অজয় রায়। তারপর থেকে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। 

শিক্ষা আন্দোলন মঞ্চের প্রতিষ্ঠাতা অধ্যাপক অজয় রায় একাত্তরের ঘা'ত'ক দালাল নি'র্মূ'ল কমিটির প্রতিষ্ঠাতাদেরও একজন। সবশেষ তিনি নি'র্মূ'ল কমিটির উপদেষ্টা ছিলেন। দেশি–বিদেশি বহু জার্নালে শিক্ষাবিদ অজয় রায়ের পেপার প্রকাশিত হয়েছে। ২০১২ সালে পদার্থবিজ্ঞানে একুশে পদক পান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে